সোনাইয়ের মধুরবন্ধি গ্রামে উঁচু রাস্তা নির্মাণের শিলান্যাস করিম উদ্দিনের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : সোনাই এলাকার মধুরবন্ধি গ্রামে দীর্ঘদিনের প্রতীক্ষিত উঁচু রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে বন্যা কবলিত এই গ্রামে রাস্তা নির্মাণ প্রকল্পের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া বলেন, গ্রামোন্নয়ন তহবিলের অর্থে রাস্তার উচ্চতা প্রায় দশ ফুট পর্যন্ত বাড়িয়ে মাটি ভরাট করা হবে। পরবর্তী পর্যায়ে পূর্ত বিভাগের অর্থে রাস্তার ওপর সিসি ব্লক বসানো হবে। তিনি আরও বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

স্থানীয় নাগরিক তবারক আলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহ-সভাপতি কাদির হোসেন লস্কর, কচুদরম গ্রাম পঞ্চায়েতের সভাপতি অপু কুমার দাস, সোনাই পৌরসভার সদস্য নূর আহমেদ বড়ভুইয়া, ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভুইয়া, নাজির হোসেন লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় প্রকৌশলী সুরজিৎ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দুই বছর আগে প্রলয়ঙ্করী বন্যায় এই গ্রামের প্রধান সড়ক সম্পূর্ণভাবে প্লাবিত হয়। সে সময় সোনাই থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় গ্রামের ছয়জন বাসিন্দার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই উঁচু রাস্তা নির্মাণের দাবি জোরালো হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *