বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়াকে আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে স্পেশাল ব্রাঞ্চের আইজিপি পদে বদলি করা হয়েছে। এ দিকে, ডিআইজি ইন্দ্রাণী বরুয়াকে আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং মধ্য-পশ্চিম রেঞ্জের আইজিপি পদে নিয়োগ করা হয়েছে।
জয়শ্রী খেরছাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাঁকে দক্ষিণ রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। ডেভিড নেইথামকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁকে অসম পুলিশের সিকিউরিটি শাখার ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে। আইপিএস মুগ্ধজ্যোতি দেব মহন্তকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং সিআইডিএ (CIDA)-র ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে। বেদান্ত মাধব রাজখোয়াকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং দুর্নীতি দমন শাখার ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে।


