কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা : হেল্পলাইন চালু

১৭ জুন : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) ধাক্কা মারল মালগাড়ি। ঘটনায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি। মৃত্যু হয়েছে ৫ জনের। আহত শতাধিক। তবে অসমর্থিত সূত্রে মৃত্যুর সংখ্যা ১২। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্বিগ্ন ট্রেনে থাকা যাত্রীদের পরিবার-পরিজনরা। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনের পাশাপাশি শিয়ালদা, হাওড়া স্টেশনেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের পরিজনদের সহায়তা করতে হাওড়া, শিয়ালদা সহ কাটিহার, আলুবাড়ি, ডালখোলা, কিশনগঞ্জ, সামসি, বারসোই সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নীচে হেল্পলাইন নম্বরগুলি দেওয়া হল।

শিয়ালদা স্টেশন হেল্পলাইন নম্বর- 033-23508794, 033-23833326।
হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর- 03326413660, হাওড়া স্টেশন অনুসন্ধান অফিস নম্বর- 033-26402242, 033-26402243।
এনজেপি এমার্জেন্সি নম্বর- 916287801758
আলুবাড়ি রোড এমার্জেন্সি নম্বর- 8170034235
কিশনগঞ্জ এমার্জেন্সি নম্বর- 7542028020, 06456-226795
ডালখোলা এমার্জেন্সি নম্বর- 8170034228
বারসোই এমার্জেন্সি নম্বর- 7541806358
সামসি এমার্জেন্সি নম্বর- 03513-265690, 03513-265692
কাটিহার হেল্পলাইন নম্বর- 09002041952, 9771441956
নিউ বঙাইগাঁও স্টেশন এমার্জেন্সি নম্বর- 9435021417, 9287998179

Author

Spread the News