কাঞ্চনজংঘা এক্সপ্ৰেস দুর্ঘটনা, উদ্বেগ এসইউসিআইর

বরাক তরঙ্গ, ১৭ জুন : আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজংঘা এক্সপ্ৰেস ট্রেন পশ্চিমবঙ্গের রাঙাপানি ও চিতরহাট স্টেশনের মধ্যে দুৰ্ঘটনাগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে ঘটনায় নিহতদের উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে অসম সরকারকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করে বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেসে যেহেতু অসম থেকে প্রচুর যাত্ৰী কলকাতা অভিমুখে যাত্ৰা করে তাই তাদের নিকটাত্মীয়রা যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে গভীর উৎকন্ঠায় রয়েছে। রাজ্যের মানুষের এই বিপদের মুহূর্তে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করে দল এবং পাশাপাশি কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখার দাবি জানানো হয়।

দলের পক্ষ থেকে এও বলা হয় যে রেল দুৰ্ঘটনায় মৃত ব্যক্তিদের শব তাদের ঘরে পৌছানোর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করতে হবে। নিহতদের পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে রেল মন্ত্ৰনালয়কে রাজ্য সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করতে হবে। আহতদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরন প্রদান করতে হবে। নিহত ও আহত যাত্রীদের পরিজনদের নিউ জলপাইগুড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে।

Author

Spread the News