‘ভাষা শহিদ স্টেশন’ দাবি রাজ্যসভায় তুললেন কণাদ

৯ ডিসেম্বর : শিলচর রেলস্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন নামারকরণে বলিষ্ঠ পদক্ষেপ নিলেন রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ। মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে বরাক উপত্যকার পক্ষে এই দাবি উত্থাপন করেন তিনি। এদিন সংসদের শীতকালীন অধিবেশনের ‘জিরো আওয়ারে’ বিষয়টি উত্থাপন করতে গিয়ে বরাকের একাদশ ভাষা শহিদ এবং ভাষা আন্দোলনের ইতিবৃত্ত তুলে ধরেন সাংসদ কণাদ পুরকায়স্থ। বরাক উপত্যকার পঞ্চাশ লক্ষ লোকের  দীর্ঘদিনের এই গণদাবি পূরণের জন্য কেন্দ্র সরকারের কাছে আর্জি জানান তিনি।

রাজ্যে মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি আদায়ে ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে প্রাণ দিতে হয় একাদশ শহিদকে। এই একাদশ শহিদের মধ্যে ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা ভাষা শহিদ কমলা ভট্টাচার্য। শহিদের রক্তস্নাত এই শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন নামাকরণে দীর্ঘ কয়েক দশক ধরে দাবি জানিয়ে আসছেন বরাক উপত্যকার লক্ষ লক্ষ মাতৃভাষা প্রেমী। কিন্তু আজ পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন হয়নি। সংসদে স্পষ্ট ভাষায় সেকথা উল্লেখ করেন সাংসদ কণাদ। প্রসঙ্গক্রমে তিনি এও উল্লেখ করেন যে দেশের বিভিন্ন রেলস্টেশন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ল্যাণ্ড মার্ক ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঘটনা বা শহিদের নামে নামাকরণ হয়েছে।

শিলচর রেলস্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন নামারকরণের গণদাবি দীর্ঘ কয়েক দশকের। স্বাধীনত্তোর ভারতবর্ষে বরাকের মাতৃভাষা আন্দোলনে লক্ষ লক্ষ লোকের আবেগ জড়িত।  এই গণদাবি আগেই পূরণের  আবশ্যকতা ছিল। সেই দাবি পূরণ হয়নি বলে আজকের দিনেও ভাষা শহিদ স্টেশন নামাকরণে আন্দোলন চলছে। এমন তথ্য তুলে ধরে শিলচর রেলস্টেশনকে ভাষা শহিদ স্টেশন নামাকরণের  পক্ষে জোর সাওয়াল করেন তিনি। তাঁর কথায়,ভাষা শুধু শব্দ বা শব্দগুচ্ছ নয়, ভাষা মানুষের আত্মপরিচয়, একটি সভ্যতার আত্মা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে ভাষা শহিদ স্টেশন নামাকরণ হবে এক বলিষ্ঠ পদক্ষেপ।
 
উল্লেখ্য, মাত্র দিন তিনেক আগে শিলচর সফররত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করে “ভাষা শহিদ স্টেশন, শিলচর” এমন নামারকরণের দাবি জানিয়েছে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি । এসম্পর্কে মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকপত্রও তুলে দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করায় সাংসদ কণাদ পুরকায়স্থকে আন্তরিক সাধুবাদ জানিয়েছে এই সমিতি। সংগঠনের পক্ষে ডঃ রাজীব কর বলেছেন, ভাষা শহিদ স্টেশন, শিলচর নামকরণের দীর্ঘদিনের গণ দাবিটি  তুলে ধরে সাংসদ কণাদ পুরকায়স্থ বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন । তাঁর এই উদ্যোগে সমিতি অত্যন্ত আবেগ আপ্লুত ও গর্বিত। বরাক উপত্যকার বহু দিনের স্বপ্ন ও সংগ্রামকে রাজ্যসভায় তুলে ধরার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *