রনজি : গুয়াহাটিতে ব্যাটে-বলে কামাল শিলচর ও করিমগঞ্জের ক্রিকেটাররা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রনজি ট্রফির আগের ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেছিলেন শিলচরের পারভেজ মুশাররফ। গুয়াহাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ১৯ রানে অপরাজিত থাকা শিলচরের আরেক ব্যাটার অভিষেক ঠাকুরি এবার সেঞ্চুরি হাঁকালেন। যেন সেই অপরাজিত ইনিংস টেনে নিয়ে গেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান অভিষেক ঠাকুরি। বিহারের বিরুদ্ধে আসামের প্রথম ইনিংসে আসে ৪০৫ রান। এরমধ্যে ১১৫ রানই অভিষেক ঠাকুরির। ২৪৪ বলের ইনিংসে ১৯ টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। এই ইনিংসে গতকাল (শুক্রবার) পারভেজ ৮৯ রানে আউট হয়ে যান। শিলচরের আরেক ক্রিকেটার রাহুল সিং‌ও এবার ব্যাট হাতে দাপটের সঙ্গে খেলেন। রান আউট হওয়ার আগে ২৯ রান করেন। দশম উইকেট জুটিতে মৃন্ময় দত্তের সঙ্গে ৯৩ রান তুলে আসামকে দারুণ একটা সুবিধেজনক স্থানে পৌঁছে দেন ব্যাটার রাহুল। যদিও বল হাতে রবিবার তাঁর কাছ থেকে বিশেষ পারফরম্যান্স দাবি করছে টিম আসাম। বিহারের সাকিবুল গণি চার উইকেট নিয়েছেন।

বিহারের বিরুদ্ধে সেঞ্চুরি শিলচরের অভিষেক ঠাকুরির, দাপট পারভেজ, রাহুল ও মুক্তারের_____

শনিবার বিহারের প্রথম ইনিংস শুরু থেকেই নড়বড়ে করে দেন আসামের পেসার মুক্তার হোসেন। তিনি এ পর্যন্ত তিন উইকেট শিকার করেছেন। বিহারের স্কোর ৫ উইকেটে ১৩৪ রান। ১৬ রানে তিন উইকেট নিয়েছেন মুক্তার। ডিব্রুগড়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন মুক্তার হুসেন। তবে তাঁর মূল বাড়ি করিমগঞ্জ জেলার বার‌ইগ্রামে।

রবিবার বিহারকে ২০৬ রানের মধ্যে অল‌আউট করে ফলো অনের ফাঁদে ফেলতে পারলে সহজে ম্যাচ বের করে নেবে আসাম। এই ম্যাচ জিততে না পারলে এলিট থেকে প্লেট গ্রুপে নামতে হবে ডেনিশ দাস অ্যান্ড কোম্পানিকে। উল্লেখ্য, নিয়মিত অধিনায়ক রিয়ান পরাগ চোট পাওয়াতে এনিয়ে টানা তিন ম্যাচে অনুপস্থিত।

এদিকে, দুর্দান্ত শতরান করায় অভিষেক ঠাকুরিকে অভিনন্দন জানিয়েছেন শিলচর ডি‌এস‌এ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য‌, সহসচিব দেবাশিস সোম, প্রাক্তন সভাপতি বাবুল হোড় প্রমুখ। এই প্রতিবেদকের সঙ্গে ফোনে নিজের অনুভূতি প্রকাশ করে অভিষেক ঠাকুরি বলেন, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় শতরান করতে পারায় ভীষণ ভালো লাগছে। ভবিষ্যতে এই ধারা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করবেন এবং রাজ্যের ক্রিকেটকে এক মর্যাদার স্থানে নিয়ে যাবার প্রয়াস করবেন।

Author

Spread the News