দাবদাহ গরমে ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ, উদারবন্দ এসডিই-কে স্মারকপত্র কল্যাণ পরিষদের

বরাক তরঙ্গ, ২৫ মে : দাবদাহ গরম, এর মধ্যে ঘণ্টার ঘণ্টা নেই বিদ্যুৎ। এক নরক যন্ত্রণায় উধারবন্দের বহু এলাকার জনগণ। শনিবার উদারবন্দ এপিডিসিএলের কার্যালয়ে ভারতীয় সমাজকল্যাণ পরিষদের কর্মকর্তারা এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে এসডিই-র কাছে স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তারা বলেন, বর্তমানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে নাজেহাল জনসাধারণ, এরমধ্যে লোডশেডিঙের নামে ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৮-১০ ঘণ্টা বিদুৎ কেটে দেওয়া হয়। এতে স্কুল পড়ুয়াসহ বিশেষ করে বৃদ্ধ মানুষের নাজেহাল। তারা ক্ষোভের সুরপ বলেন, নিয়মিত বিদ্যুৎ সরবারহ করতে ব্যর্থ আর অন্যদিকে স্মার্ট মিটার দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। পুরানো মিটার থাকার সময় যে বিল আসতো তার চেয়ে তিনগুণ বেশি বিল আসছে বর্তমানে।

এদিকে লো বল্টেজের কারণে বহু এলাকায় বিদ্যুৎ থেকেও না থাকার সমান হয়ে গিয়েছে। এইগুলো সমস্যা সমাধানের দাবিতে ভারতী সমাজ কল্যাণ পরিষদ এপিডিসিএলকে এক মাসের সময়সীমা বেঁধে একটি অভিযোগপত্র দিয়েছেন বলে জানান। যদি এর মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে ভারতী সমাজ কল্যাণ পরিষদ গণতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে জানান। এদিন ভারতী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহিম উদ্দিন লস্কর, সম্পাদক আইয়াজ উদ্দিন লস্কর, সুমন লস্কর, চুনচুন সাহা, শিপন উদ্দিন বড়ভূইয়া, আলতাব হোসেন, ইনচার লস্কর, সেবুল উদ্দিন লস্কর, শামসুল হক লস্কর, মনা লস্কর, আইনুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News