পিএনসি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদ নিয়ে দুই কংগ্রেসির দীর্ঘদিন লড়াইয়ের অন্ত পড়ল শুক্রবার। এদিন সকাল সাড়ে দশটার সময় এক সভা অনুষ্ঠিত হয় ডাক্তার দীপক দাসের পৌরাহিত্যে। সরকারি নিয়ম মতে এদিনের সভায় পুরোনো সমিতি ভঙ্গ করে নতুন সমিতি গঠন করা হয়। এতে পরিচালন সমিতির চেয়ারম্যান পদে আসীন হন শ্রীমন্ত কানিশাইল বাশাইল জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। কো-চেয়ারম্যান মনোনিত হন নিলামবাজার এসডিএমও মনোজ কাতার। মেম্বার সচিব ডাঃ মোহাম্মদ পারুল আহমদ, মেম্বার ডাঃ দীপক দাস, ডাঃ কেজি হোসেন, নার্স রুবি দে, আইসিডিএস সুপার ভাইজার জুলফা বেগম প্রমুখ।
মিডিয়া পারসন মনোনিত করা হয় শরিফ উদ্দিনকে। একই ভাবে কমিটিতে স্থান দেওয়া হয়েছে কালীগঞ্জ জিপির সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল আহাদ চৌধুরী,অমলেন্দু দেব নাথ, বিভাষ বর্ধন সহ সাব সেন্টারের সদস্যদের।
উল্লেখ্য যে, প্রায় মাস দুয়েক আগে কালীগঞ্জ হাসপাতালের নতুন কমিটি গঠনের জন্য হাসপতালের মিটিং হলে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় চেয়ারম্যানের হিসেবে মোস্তাক আহমেদের নাম আসতেই সভায় হুলস্থুল শুরু হয়। পরবর্তীতে ইনচার্জ ডাঃ পারুল আহমেদ কমিটি গঠন স্থগিত রেখে বলেন বিষয়টি বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সেদিন ডাঃ পারুল সভায় জানিয়ে বলেন যে শ্রীভূমি জেলাশাসকের একটি নির্দেশে বলা হয়েছে যে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ কালীগঞ্জ হাসপাতালের পরিচালন কমিটির চেয়ারম্যান পদে আসীন করে নতুন কমিটি গঠন করতে। কিন্তু সেদিনের সভায় ইনচার্জ ডাঃ পারুলের হাতে লিখিত অভিযোগ প্রদান করেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যা খাদিজা বেগম। এতে উল্লেখ করে বলা হয়েছে যে কালীগঞ্জ হাসপাতাল টি কালীগঞ্জ জেলা পরিষদ এলাকার অন্তর্ভুক্ত। তাই সরকারি গাইড লাইন মতে কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদের দাবিদার হলেন কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেদিন কমিটি গঠন স্থগিত রাখা হয়। এর পর দীর্ঘদিন চলে চেয়ারম্যান পদ নিয়ে দুই কংগ্রেসীর মধ্যে দড়ি টানাটানি। মোস্তাক আহমেদ ও খাদিজা বেগম উভয়ই কংগ্রেসের টিকিট নিয়ে জেলা পরিষদ সদস্য ও সদস্যা হয়েছেন। উভয়ই কংগ্রেসের লোক। কিন্তু তারপরও চেয়ারম্যানের পদ হাত ছাড়া করতে চান না উভয়ই। অবশেষে গত ১০ তারিখে শ্রীভূমি জেলা পরিষদ থেকে KZP-96/202215th FC/MISC/5983 নম্বরে এক নির্দেশ জারি হয়। এই নির্দেশে বলা হয় যে মোস্তাক আহমেদকে চেয়ারম্যানের পদে বসিয়ে নতুন জন আরাগ্য সমিতি গঠন করা। সেই নির্দেশ মর্মে শুক্রবার কালীগঞ্জ হাসপাতালে মিটিং হলে সভার মাধ্যমে নতুন জন আরোগ্য সমিতি গঠন করা হয়।


