মাতৃভূমি-র শেষ আটে কালাখাল

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : অন্তিম দল হিসাবে মাতৃভূমি-র কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল কালাখাল এফসি। বৃহস্পতিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় প্রতিপক্ষ কর্কট এফসি দলকে ৩-২ গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। এই জয়ের সুবাদে শেষ আটে স্থান করে নিয়েছে কালাখাল এফসি। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে ধলাইর বিএনএমপি এইচ এস স্কুলের খেলার মাঠে আয়োজিত এদিনের খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় কালাখাল। খেলার ২০ মিনিটে গোল করেন কেলভিন, ২৪ মিনিটে দ্বিতীয় গোল করেন লিংসন শিল্লা। এদিকে কর্কট দলের হয়ে রামফাং প্রথমার্ধের খেলার ২৩ মিনিটে গোল করেন। প্রথমার্ধের খেলার লিডে কালাখাল এফসি-র মনোবল ছিল তুঙ্গে ফলে দ্বিতীয়ার্ধের খেলায় ব্যবধান বাড়াতে তারা কোমর কষে ময়দানে অবতীর্ণ হয়। রেজাল্টও আসে, দ্বিতীয়ার্ধের খেলার ১১ মিনিটে কালাখাল এফসি-র হয়ে গোল করেন সুয়ানা মার। অপরদিকে দ্বিতীয়ার্ধের খেলায় আরেকটি গোল করতে সক্ষম হয় কর্কট দল। ৯ মিনিটের মাথায় গোল করেন সেলিম উদ্দিন। অবশেষে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে কালাখাল এফসি, হাড্ডাহাড্ডি লড়াই করে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় কর্কট দলের। 

মাতৃভূমি-র শেষ আটে কালাখাল
কেলভিন মারের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্বজিৎ দেবরায়।

এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন কালাখাল দলের খেলোয়াড় কেলভিন মার। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে শৈলেন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি তুলে দেন অতিথি বিশ্বজিৎ দেবরায়। রবিবার বেলা দুই টায় কোয়ার্টার ফাইনাল পর্যায়ের প্রথম খেলায় রাজগোবিন্দপুর এফসি বনাম লোকনাথপুর এফসি-র খেলা হবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ । 

Author

Spread the News