কাকার হাতে খুন ভাইপো, উত্তেজনা দয়াপুরে, ধৃত
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : নৃশংস হত্যাকাণ্ড ! ধান কাটার কাঁচি দিয়ে এক বছরের ভাইপোকে খুন করলেন কাকা। ঘটনাটি ঘটেছে বুধবার উধারবন্দ থানা এলাকার দয়াপুর চা বাগানের আতইছড়া বস্তিতে।
ঘটনাকে ঘিরে এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা। জানা যায়, গান্ধী রিকিয়াসন তার
এক বছরের ভাইপো অভিজিৎ রিকিয়াসনকে খুন করে। অভিজিতের বাবার নাম শঙ্কর রিকিয়াসন। খুনি গান্ধী শংকরের মাসতুতো ভাই। অন্যান্য দিনের মতো এদিন সকালেও শঙ্কর এবং তার পত্নী কাজে চলে যান। অভিজিৎ ছিল জ্য়াটিমা সন্ধ্যামণির কাছে। হঠাৎ করে গান্ধী বাড়িতে ঢুকে অভিজিৎকে উঠিয়ে নিয়ে শঙ্করের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হঠাৎ করে গান্ধীর এমন কাজে সন্ধামনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
তিনি দরজা খোলার জন্য গান্ধীকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু গান্ধী দরজা না খুলে হুমকি দেয় দরজা খোলার চেষ্টা করা হলে সে অভিজিৎকে মেরে ফেলবে। তখন সন্ধ্যামণি আশপাশের লোকেদের ব্যাপারটা জানান। আশপাশের লোকেরাও দরজা খোলার জন্য অনুরোধ করলে গান্ধী এতে কান দেয়নি । এভাবে প্রায় আধঘণ্টা পার হওয়ার পর গান্ধী দরজা খুলে দেয়। দেখা যায় তার কাপড়ে লেগে রয়েছে রক্তের দাগ এবং হাতে ধরা একটি ধান কাটার কাঁচি। রক্তের দাগ লেগেছিল কাঁচিতেও। সে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে গেলে কয়েকজন ভেতরে গিয়ে দেখেন ভেতরে পড়ে রয়েছে অভিজিতের গলাকাটা মৃতদেহ। এসবের মাঝে ঘাতক গান্ধী হাতে রক্ত মাখা কাচি নিয়ে সামনেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কয়েকজন তাকে ধরতে গেলে সে কাঁচি নিয়ে তেড়ে যায়। এই অবস্থায় খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে উধারবন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক কসরতের পর গান্ধীর হাত থেকে কাঁচি ছিনিয়ে নিয়ে তাকে পাকড়াও করে নিয়ে