মিজোরামের সেরছিপে খাদে অয়েল ট্যাঙ্কার, গুরুতর আহত কাবুগঞ্জের চালক ও সহচালক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শনিবার দুপুরে মিজোরামের সেরছিপ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি অয়েল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ থেকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ট্যাঙ্কারটির চালক ও সহকারী চালক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত দু’জনই কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত কাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, শনিবার আনুমানিক ২টার সময় সেরছিপ জেলার সাইলিং-বাত্তুম এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্যাঙ্কারটি শিলচর থেকে লংতলাইয়ের উদ্দেশ্যে আইজল-লুংতলাই জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় এবং সেটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পথচারী চালকেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। গভীর খাদে নেমে দীর্ঘ প্রচেষ্টার পর ট্যাঙ্কারের ক্যাবিনের নীচ থেকে সহকারী চালক হাসান লস্করকে উদ্ধার করা হয়। এর কিছু পরে চালক মিতু লস্করকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত দু’জনকেই সংকটজনক অবস্থায় সেরছিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের তীব্রতা বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত আইজল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, চালক মিতু লস্করের অবস্থা আশঙ্কাজনক হলেও সহকারী চালক (হ্যান্ডিম্যান) হাসান লস্কর বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

Spread the News
error: Content is protected !!