শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত ন্যায়বিচার হওয়া উচিত : হিমন্ত বিশ্ব শর্মা
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বিলম্ব নয়, শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত ন্যায়বিচার হওয়া উচিত। এমনটাই বললেন লক্ষীপুর সমজেলার আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোইসহ মুখ্যমন্ত্রী ভবনের উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুমন শ্যাম এবং বিচারপতি কল্যাণ রাই সুরানা প্রমুখ।
আদালত ভবনের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বিচারের ক্ষেত্রে বিলম্ব হলে মানুষের কাছে খারাপ বার্তা যায়। মুখ্যমন্ত্রী বলেন, শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত ন্যায়বিচার হওয়া উচিত। তিনি আরও বলেন যে, অসমে দেখা গেছে যে, নির্যাতিতাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করে আপসের মাধ্যমে মামলাটি বন্ধ করা হয়। এ দিন উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দে পুরকায়স্থ, মিহিরকান্তি সোম, নীহাররঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ প্রমুখ।