বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রয়াত শিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় দায়ের করা জামিন আবেদনের শুনানি। কামরূপ মহানগর জেলা ও দায়রা জজ আদালতে এই জামিন আবেদনের শুনানি হয়।
মামলায় অভিযুক্ত পাঁচজনই আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন। অভিযুক্ত শ্যামকানু ও অমৃতপ্রভা জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন। একইভাবে জুবিনের ভাই সন্দীপন গর্গও জামিন আবেদন দাখিল করেছিলেন। তবে বৃহস্পতিবার শ্যামকানু ও সন্দীপন গার্গ তাঁদের জামিন আবেদন প্রত্যাহার করে নেন।
এদিকে, জুবিন গর্গের দুই দেহরক্ষীও আদালতে জামিন আবেদন দাখিল করেছেন। সন্দীপন গার্গ ও দুই দেহরক্ষীর পক্ষে আইনজীবী ধ্রুবজ্যোতি দাস আদালতে আবেদন দাখিল করেন। অপরদিকে অমৃতপ্রভার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আনন ভূঁইয়া জামিন আবেদন দাখিল করেন। শ্যামকানুর পক্ষে কলকাতা থেকে আইনজীবী জামিন আবেদন দাখিল করেন। অভিযুক্তদের পক্ষে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনজীবী ধ্রুবজ্যোতি দাসকে নিযুক্ত করেছে। অভিযুক্ত পাঁচজনের জামিন নাকচের দাবিতে আদালতে লোক আইনজীবী আবেদন জানাবেন বলে জানা গেছে। মামলার পরবর্তী নিয়মিত শুনানি আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



