জুবিনের সমাধিস্থলে যাওয়া বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : জুবিনের সমাধিস্থলে যাওয়া একটি বাসে ভয়ঙ্কর ঘটনা ঘটল। মদনপুর টোল গেটে বাসটি আগুনে পুড়ে যায়।বাসটি ৬০ জন যাত্রী নিয়ে মঙ্গলদৈয়ের দাহি থেকে সোনাপুরে জুবিন গর্গের সমাধির দিকে আসছিল। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জানা যায়নি।

এ দিকে, সোনাপুরে জুবিন গর্গের সমাধিক্ষেত্রের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক জুবিন অনুরাগী। আহত যুবকটিকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে। জাগীরোড থেকে গুয়াহাটির দিকে অতিদ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হন যুবক। দুর্ঘটনাটি সোনাপুরের হাতিমুড়াতে অবস্থিত জুবিন গর্গের সমাধিক্ষেত্রের পাশে ঘটে। ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত যুবকটিকে হাসপাতালে পাঠায়।
তবে আহত যুবকটির পরিচয় জানা যায়নি।

Spread the News
error: Content is protected !!