সাংবাদিক বিক্রমবিজয় দাশের মাতৃ বিয়োগ, শোক

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : মাতৃহারা হলেন সাংবাদিক বিক্রম বিজয় দাস।সোমবার দুপুর ১-৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আমড়ঘাট গঙ্গানগর অষ্টম খণ্ডের বাসিন্দা ধর্মপ্রাণ মহিলা প্রীতিলতা দাশ। বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদজনিত রোগে ভুগছিলেন। শনিবার স্বাস্থ্যের অবনতি হলে শিলচর রেডক্রসে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর দেড়টায় মারা যান তিনি। রেখে গেছেন ছয় ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি সহ অগণিত গুণমুগ্ধ। প্রয়াতের আট সন্তানের মধ্যে বিক্রম বিজয় চতুর্থ। বিক্রম দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার আমড়াঘাট প্রতিনিধি।

ধর্মপ্রাণ মহিলার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ধলাই ও সোনাই প্রেসক্লাব। সমবেদনা জানিয়েছেন সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তথা সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, প্রকাশক রিপন নাথ, ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বরুয়া, ভুবনহিল জিপি সভাপতি নীহাররঞ্জন শুক্লবৈদ্য, গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্রচন্দ্র দাস, আমড়াঘাট এমকে দে কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, উপ নির্বাচনে দলের বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বরাক তরঙ্গের সম্পাদক আশু চৌধুরী সহ অনেকেই।

সাংবাদিক বিক্রমবিজয় দাশের মাতৃ বিয়োগ, শোক
সাংবাদিক বিক্রমবিজয় দাশের মাতৃ বিয়োগ, শোক

Author

Spread the News