রেলস্টেশন এলাকায় অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : শিলচর তারাপুর রেলস্টেশন এলাকায় অপরিচিত এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। দেওয়াল ঘেঁষে কোন কাজের জন্য বাঁশ লাগানো ছিল। ওই বাঁশে নাইলন রশি দিয়ে ঝুলিয়ে রয়েছে যুবকটি। স্থানীয়দের নজরে এলে সঙ্গে সঙ্গে তারাপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ছুটে আসেন তারাপুরের ইনচার্জ রাজুরঞ্জন দে। এরপর ম্যাজেস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।