শহিদ স্মরণে প্রথম বারের মতো রক্তদান সাংবাদিক আঁখিরানির

বরাক তরঙ্গ, ২০ মে : একাদশ মাতৃভাষা শহিদ স্মরণে প্রথমবারের মতো রক্তদান করলেন উঠতি সাংবাদিক আঁখিরানি দাস। শুক্রবার ১৯ শে মে শিলচর শহর সহ বরাক উপত্যকায় আবেগ ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হল ৬৩ তম একাদশ মাতৃভাষা শহিদ দিবস। বিভিন্ন সংগঠন দিনভর কর্মসূচির মধ্যে পালন করে দিনটি। এরমধ্যেই ছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরও।

শহিদ স্মরণে প্রথম বারের মতো রক্তদান সাংবাদিক আঁখিরানির
রক্তদানে আঁখি দাস।

বরাক ভ্যালি ব্লাড ডোনার ফোরামের উদ্যোগে ও লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের সহযোগিতায় এক শিবির অনুষ্ঠিত হয়। ওই শিবিরে প্রথমবারের মতো রক্তদান করলেন সাংবাদিক আঁখিরানি দাস। শিবিরে একই সঙ্গে প্যারা সাঁতারু মুম্বইর প্রকাশ এম নাদার রক্তদান করেন। তিনি শহিদের শহরে এসে তাঁর ১২২ তম রক্তদান করলেন।

এ দিন বিকেলে শহিদ স্মরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে  আঁখি দাসের হাতে শংসাপত্র তুলে দেন প্যারা সাঁতারু মুম্বইর প্রকাশ এম নাদার।

Author

Spread the News