বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : যোরহাট জেলার আইশি প্রিশা বরা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইশির উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করেন। আইশির কাজের মধ্যে রয়েছে প্রাকৃতিক চাষাবাদ সংক্রান্ত প্রকল্প এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের বিভিন্ন উদ্যোগ। এই কৃতী কিশোরীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অল্প বয়সেই টেকসই ও পরিবেশবান্ধব চর্চা প্রসারে আইশির প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ অন্যান্য শিশু ও যুবসমাজকে দৈনন্দিন জীবনে পরিবেশ-দায়িত্বশীল অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
এক্স-এ মুখ্যমন্ত্রী লেখেন, “যোরহাটের আইশি প্রিশা বরাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জির হাত থেকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন। প্রাকৃতিক চাষাবাদ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে আইশি। এত অল্প বয়সে টেকসই চর্চা প্রসারে তাঁর নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় এবং আমাদের তরুণ প্রজন্মকে প্রতিদিনের জীবনে টেকসই অভ্যাস গ্রহণে উৎসাহিত করবে।” তিনি আইশির ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ধরনের সাফল্য অসমের যুবসমাজের মধ্যে উদ্ভাবন ও টেকসই চিন্তাভাবনার ক্রমবর্ধমান মানসিকতারই প্রতিফলন। “তার ভবিষ্যৎ উদ্যোগের জন্য রইল শুভকামনা,” যোগ করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, অসমের আইশি প্রিশা বরাহ সাশ্রয়ী ও অভিনব বিভিন্ন সমাধান নিয়ে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে বর্জ্য কাগজ থেকে পেন্সিল তৈরির একটি যন্ত্র এবং গ্রে-ওয়াটার পুনর্ব্যবহারের একটি ব্যবস্থা। ২০২৫ সালের ২৬ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য শিশুদের এই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারগুলি প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


