বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এবং অসম রাজ্য সাংবাদিক সংস্থার যৌথ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এবং অসম রাজ্য সাংবাদিক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান ও সাংগঠনিক সভা। রবিবার সিদ্ধেশর কপিলাশ্রম ঠাণ্ডাপুরে দিনভর অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা আলোকপাত করা হয়। সভার ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এ দিন সকাল দশটায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু শর্মা রাজখোয়া, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা, বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর চেয়ারম্যান সূধন্যা সিনহা, সম্পাদক সানি রায় সহ বিশিষ্টরা।

সভায় করিমগঞ্জ জেলা প্রেস ক্লাবের উপদেষ্টা তথা নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, সাংবাদিক বিক্রম সরকার, পাঁচগ্রামের বিশিষ্ট সমাজসেবী আব্দুল রেজ্জাক চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মৃদুল মজুমদার সহ বেশক’জন গণ্যমান্য ব্যক্তিকে জ্ঞাপন করা হয় সংবর্ধনা। মানপত্র, ফুলাম গামোছা, অসম রাজ্য সাংবাদিক সংস্থার স্মারক ও ঝাঁপি দিয়ে তাঁদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের মূল উদ্দেশ্য ছিল বরাক ভ্যালি মিডিয়া ফোরামকে আনুষ্ঠানিক ভাবে অসম রাজ্য সাংবাদিক সংস্থার স্বীকৃতিপত্র প্রদান করা। আর এই স্বীকৃতিপত্র বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এর চেয়ারম্যান ও সম্পাদকের হাতে সবার উপস্থিতিতে তুলে দেওয়া হয়।  সভায় উপস্থিত সংবর্ধিত অতিথিরা সবাই এই উদ্যোগকে ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি মিডিয়া ফোরামের কর্মকর্তা ছাড়াও শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা।

বরাক ভ্যালি মিডিয়া ফোরাম এবং অসম রাজ্য সাংবাদিক সংস্থার যৌথ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

এদিন মিডিয়া ফোরামের পক্ষ থেকে ছিলেন শমীন্দ্র পাল, তাপস নাথ, শুভ সুন্দর দেব চৌধুরী, সুশীল সিনহা, সুরজিৎ দাস, রুবেল বৈষ্ণব, বিশ্বজিৎ আচার্য সহ অনেকে। অসম রাজ্য সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু শর্মা রাজখোয়া সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র ডেকা, প্রচার সম্পাদক সঞ্জীব ডেকা, রাতুল ডেকা, অসীম চৌধুরী, অমল নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সভার কাজ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু নৃত্য, বিহু এবং ধামাইল নৃত্য।

Author

Spread the News