প্রিপেড মিটার : সোমবার গুয়াহাটিতে পূৰ্ব ভারতের রাজ্যগুলির যৌথ অভিবৰ্তন

প্রিপেড মিটার : সোমবার গুয়াহাটিতে পূৰ্ব ভারতের রাজ্যগুলির যৌথ অভিবৰ্তন

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : প্ৰিপেড স্মাৰ্ট মিটার বাতিলের দাবিতে গড়ে উঠা গণ আন্দোলনকে শক্তিশালী ও সম্প্ৰসারিত করার লক্ষ্যে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সৰ্ব ভারতীয় কমিটির উদ্যোগে গুয়াহাটিতে যৌথ অভিবৰ্তনের আয়োজন করা হয়েছে। ২৮ অক্টোবর, সোমাবার দুপুর ১২ টায় গুয়াহাটির জেলা গ্রন্থাগার প্ৰেক্ষাগৃহে পূৰ্ব ভারতের রাজ্যগুলির যৌথ অভিবৰ্তন অনুষ্ঠিত হবে।

এই অভিবর্তনে অসম ছাড়াও ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, ঝারখণ্ড, ত্ৰিপুরা, মেঘালয় ইত্যাদি রাজ্য থেকে বিদ্যুৎ গ্ৰাহক সংগঠনের প্ৰতিনিধিরা অংশগ্ৰহণ করবেন। অভিবর্তনের উদ্বোধন করবেন অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন উপদেষ্টা ও এপিডিসিএল’র অবসরপ্ৰাপ্ত আধিকারিক বিমল দাস। অভিবর্তনে সভাপতিত্ব করবেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন সৰ্বভারতীয় সভাপতি স্বপন ঘোষ। আমন্ত্ৰিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মেঘালয়ের অধ্যাপক ওয়ান্ডেল পাসা, অল ইন্ডিয়া পাওয়ার মেনস ফেডারেশন এর সাধারণ সম্পাদক সমর সিনহা।

প্রিপেড মিটার : সোমবার গুয়াহাটিতে পূৰ্ব ভারতের রাজ্যগুলির যৌথ অভিবৰ্তন

তাছাড়া সংশ্লিষ্ট রাজ্যগুলির বিদ্যুৎ আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই গুরুত্বপূৰ্ণ অভিবৰ্তন সফল করতে জনসাধারণের সাহায্য, সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে।

Author

Spread the News