ধলাইয়ে প্রচারে ঝড় তুললেন এআইসিসি’র সাধারণ সম্পাদক জিতেন্দ্র

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : ধলাই উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে ঝড় তুললেন এআইসিসি’র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং।সোমবার দলীয় প্রার্থী ধ্রুবজোতি পুরকায়স্থের সমর্থনে দর্মি খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।  বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র সিং বলেন, ধলাইর কংগ্রেস প্রার্থী স্থানীয়। তাই স্থানীয় জনগণের সমস্যা তিনি ভালো বুঝবেন। আর বাইরের প্রার্থী ভোট নিয়ে চলে যাবেন। তাই কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, মানুষের উৎসাহ ও কর্মীদের মনোবল দেখে বলা যায় এবার উপ নির্বাচনে ধলাইয়ে কংগ্রেসের জয় নিশ্চিত। শুধু তাই নয়, ২০২৬ এর বিধানসভা নির্বাচনেও অসমে কংগ্রেস আশানুরূপ ফলাফল করবে এবং সরকার গঠন করবে, বলেন এআইসিসি’র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং।

জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইসিসি’র সম্পাদক পৃথ্বীরাজ শাঠে, প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, প্রার্থী ধ্রুবজোতি পুরকায়স্থ, দুই বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও মিসবাহুল ইসলাম লস্কর, দেবদীপ দত্ত, সজল আচার্য সহ অনেকে।

ধলাইয়ে প্রচারে ঝড় তুললেন এআইসিসি'র সাধারণ সম্পাদক জিতেন্দ্র
ধলাইয়ে প্রচারে ঝড় তুললেন এআইসিসি'র সাধারণ সম্পাদক জিতেন্দ্র
Spread the News
error: Content is protected !!