বাগবাসায় পাওয়ার গ্রিডের কাজ করতে গিয়ে পড়ে গুরুতর আহত জিরিঘাটের শ্রমিক

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন এক শ্রমিক। জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাঙ্গ এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারের কাজ চলছিল। শুক্রবার সকালে কাজ করার জন্য অসমের শিলচরের জিরিঘাট এলাকার কালামণি মজুমদার (৩৫) নামের এক শ্রমিক সহ আরও চারজন শ্রমিক টাওয়ারে কাজ করার জন্য উপরে উঠতে যায়।

এতে অসাবধানতাবশত টাওয়ার থেকে ছিটকে পড়ে যায় শ্রমিক কালামনি। তাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলেও ডান পা ভেঙেছে বলে জানা যায়। অনান্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বাগবাসায় পাওয়ার গ্রিডের কাজ করতে গিয়ে পড়ে গুরুতর আহত জিরিঘাটের শ্রমিক

এদিকে, কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে প্রায় আলাদা হয়ে গেছে এবং সেই ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যার ফলে শরীরে রক্তশূন্যতার দেখা দেয়। তিনি প্রাথমিক চিকিৎসার পরে আহতকে অস্থি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করেন। পাশাপাশি ওই শ্রমিককে জরুরীকালীন রক্ত দেওয়ার জন্য পরামর্শ দেন। পাশাপাশি আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করতে হবে বলেও জানিছেন চিকিৎসক। অপরদিকে টাওয়ারের কাজে থাকা ঠিকাদার সংস্থা এব্যাপারে মুখ খুলতে নারাজ। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
উঠেছে এবং পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Author

Spread the News