প্রধানমন্ত্রীর সামনে ৮০০০ শিল্পীকে নিয়ে ঝুমুর নৃত্য ২০ নভেম্বর
বরাক তরঙ্গ, ১ আগস্ট : প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১২০০০ শিল্পীকে নিয়ে গুয়াহাটিতে বিহু নৃত্যের অনুষ্ঠান এবং গিনেস রেকর্ডের কথা কারও অজানা নয়। এবার ৮০০ চা-বাগান থেকে ৮০০০ শিল্পীকে নিয়ে ঝুমুর নৃত্য আয়োজনের কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, আগামী ২০ নভেম্বর গুয়াহাটিতে ঝুমুর নৃত্যের অনুষ্ঠান আয়োজন করা হবে। ঝুমুর নৃত্যের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে জেলা কমিশনারদের সম্মেলনে আলোচনার কথাও জানান মুখ্যমন্ত্রী।