রাজ্যে বিজেপি প্রার্থীর হয়ে দশ হাজার আইনজীবী মাঠে নামবেন : জয়ন্ত গোস্বামী
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি দল ক্ষমতায় আসার পর সমগ্র দেশের সঙ্গে সঙ্গে এঅঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে সেকেলে ব্যবস্থার অবসান ঘটিয়ে অসমে নতুনত্ব এনেছে বিজেপি সরকার। বিগত দশ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার এসেছে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পেতে আইনজীবীরা কাজ করছেন।আইনজীবীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এম্বেসেডর হিসেবে নির্বাচনে কাজ করবেন। শিলচর ও করিমগঞ্জ আসনে ১ হাজার আইনজীবী বিজেপি প্রার্থীর হয়ে কাজ করবেন।
শুক্রবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি আইন সেলের রাজ্য আহ্বায়ক জয়ন্তকুমার গোস্বামী কথাগুলো বলেছেন। তিনি বলেন, আইনজীবীরা সমাজের অপিনিয়ন মেকার। তাই বিজেপি প্ৰাৰ্থীদের বিজয়ী করতে সমাজের তৃণমূল স্তরের মানুষের কাছে যাবেন তাঁরা। সারা রাজ্যে ১০ হাজার আইনজীবী বিজেপি প্রার্থীকে বিজয়ী করতে প্রচার চালাবেন।
তিনি বলেন, গুয়াহাটি, গোলাঘাট, ডিব্রুগড়, ঢকুয়াখানা ইত্যাদি জেলায় বিজেপি আইন সেলের উদ্যোগে আইনজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শিলচরে আইনজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর লখিমপুর সহ অন্য জেলায় আইনজীবী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা লিগেল সেল কনভেনার অমরেন্দ্র পাল, বিজেপি অসম রাজ্য আইন সেলের সদস্য ও জেলা প্রভারী সঞ্জয় রায়, সদস্য ধর্মানন্দ দেব, রাজ্য সদস্যা সত্যবতী কোওর, মধুছন্দ্রা ভট্টাচার্য, টিংকু বৈদ্য, শশাঙ্ক পাল, জয়দীপ পাল, পিনাক পাল, অমলাভ দাশ প্রমুখ।