উধারবন্দ কেন্দ্রের বিজেপির সহ-প্রভারীর দায়িত্ব ছাড়লেন জয়জ্যোতি
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপির সহ-প্রভারী জয়জ্যোতি দে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জেলা সভাপতির রূপম সাহার হাতে তুলে দেন। তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন যে আগামী বিধানসভা নির্বাচনে উধারবন্দ আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীত্ব প্রত্যাশী হওয়ার জন্য দায়িত্বমুক্ত হতে চেয়েছেন। পদত্যাগপত্রের পরিশেষে উনি জেলা নেতৃত্বের আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করেছেন। এর আগে তিনি জেলার মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করে দলীয় টিকিটের আবেদন করেন।
উল্লেখ্য, উধারবন্দ বিধানসভার সহ- প্রভারীর দায়িত্বের আগে জয়জ্যোতি দে উধারবন্দ মণ্ডলের প্রভারীর দায়িত্ব পালন করেছেন । উনি ডিলিমিটেশনের পূর্বে মালুগ্রাম তারাপুর মণ্ডলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে মালুগ্রাম-তারাপুর মণ্ডলের সভাপতির দায়িত্ব পালন করেন।