শিলচর বৈকুণ্ঠ ধাম আশ্রমে জন্মাষ্টমী উৎসব‌ 

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর তারাপুর কালীমোহন রোডে শ্রীশ্রী বৈকুন্ঠ ধাম আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে আগামী ২৬ আগস্ট। এদিন দারুব্রহ্ম শ্রী কালাচাঁদের বৈদিক নিয়মানুসারে পূজা এবং অর্ধ রাতে শ্রী গোপাল ঠাকুরের জন্মাষ্টমী বিহীত পূজা অনুষ্ঠিত হবে সঙ্গে কীর্তন ও ভক্ত সেবা চলবে। জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শিলচর তারাপুর কালীমোহন রোড স্থিত শ্রীশ্রী বৈকুন্ঠ ধাম আশ্রমে ভক্তবৃন্দদের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী।

Author

Spread the News