হাইলাকান্দি কল্যাণ আশ্রমে জনজাতি গৌরব দিবস পালিত

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : হাইলাকান্দি জেলায় জনজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে মুখ্য ভূমিকা পালন করছে অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম। এক্ষেত্রে হাইলাকান্দি জেলাতে জনজাতি সম্প্রদায়ের কল্যানে ছাত্রাবাস গুলোতে জনজাতি সম্প্রদায়ের ছেলে মেয়েরা বসবাস করে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তাই নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষা গ্রহনে বিশিষ্ট জনেরা এগিয়ে আসার আহ্বান জানালেন হাইলাকান্দিতে অনুষ্ঠিত হওয়া জনজাতি গৌরব দিবসে। এবার নির্ধারিত দিন থেকে দুই দিন পিছিয়ে জনজাতি গৌরব দিবস উদযাপন হল হাইলাকান্দির বনবাসী কল্যাণ আশ্রম প্রাঙ্গণে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি সম্প্রদায়ের জনগণ উপস্থিত হন।ভারতমাতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পর বন্দেমাতরম সঙ্গীত এরপর স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ আশ্রমের টাউন সম্পাদক জুমপাউ কাবুই। 

হাইলাকান্দি কল্যাণ আশ্রমে জনজাতি গৌরব দিবস পালিত

বিরসা মুণ্ডার জীবনী নিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ আসাম প্রান্তের ছাত্রাবাস প্রমুখ নীরেন্দ্র রিয়াং। জনজাতি শহিদ নিয়ে বক্তব্য সুমিত পার্থ। এছাড়াও বক্তব্য রাখেন কল্যাণ আশ্রমের  প্রাক্তন সম্পাদক অমিয় ভূষণ দে, অনামিকা আচার্য, শংকর চৌধুরী, মুন স্বর্ণকার, কল্যাণব্রত আচার্য, জেলা বিজেপি সভাপতি  স্বপন ভট্টাচার্য, কল্যাণ আশ্রমের দক্ষিণ অসম প্রান্ত মহিলা প্রমুখ রীতা স্বর্গীয়ারী, রংথাউ রংমাই, বিষ্ণু সাহা, শেখর চৌধুরী, প্রেমাংশুশেখর পাল, অমৃত পাল, নীতিরঞ্জন চৌধুরী, অনন্ত পাল, সুবীর দেবরায়, প্রিনস খাসিয়া, তুলসি রিয়াং, ভগবান দাস সারদা প্রমুখ। সবাই ভারতবর্ষের উন্নয়নে জনজাতি দের অনবদ্য ভূমিকা পালন করার কথা শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন।

হাইলাকান্দি কল্যাণ আশ্রমে জনজাতি গৌরব দিবস পালিত
Spread the News
error: Content is protected !!