শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রজির জন্ম মহোৎসবে জনসমুদ্র

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির ১৩৫ তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের ৪৫ তম বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী মহোৎসবের সূচনা হয় শনিবার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দুদিনব্যাপী উৎসবের সূচনা ঘোষণা করা হয়। মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্ত্বর। রবিবার অর্থাৎ ৫ই ফেব্রুয়ারী উৎসবের অন্তিমদিনে জনসমুদ্রে পরিণত হয় সৎসঙ্গ মন্দির চত্ত্বর। এদিন ভোর সাড়ে চারটা নাগাদ বেদ মাঙ্গলিক, নহবত, ঊষাকীর্তন সহ নিত্য উপাসনা অনুষ্ঠিত হয়। পরে সকাল আটটা নাগাদ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজির বিগ্রহ প্রতিষ্ঠার মূহুর্ত ঘোষণা করা হয়। পাশাপাশি সকাল সাড়ে নয়টা নাগাদ মন্দির প্রাঙ্গন থেকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি সহ শ্রীশ্রী বড়মার প্রতিকৃতি সুসজ্জিত ট্যাবলোতে করে ব্যাণ্ডপার্টি সমেত এক বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গন থেকে বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মন্দিরে ফিরে আসে। এতে সামিল হন বিভিন্ন বয়সের প্রায় পাঁচ সহস্রাধিক সৎসঙ্গীরা।

শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রজির জন্ম মহোৎসবে জনসমুদ্র

এদিন শোভাযাত্রা চলাকালীন শহরের বিভিন্ন মোড়ে মহিলাদের ধামাইল পরিবেশন করেন। শুধু তাই নয় বহু ভক্তগণ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীর স্লোগান সহ নাম সংকীর্তন দেখা গেছে। এদিনের শোভাযাত্রা দেখতে আসা শহরের বিভিন্ন এলাকায় সড়কের দুপাশে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়। প্রত্যেকেই এই বিশেষ মূহুর্তকে মুঠোফোনের ক্যামারাতে বন্দী করতে দেখা যায়। পরে শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রী বড়মা ও শ্রীশ্রী বড়দার বিশেষ পুজাচ্চর্ণা ও ভোগ নিবেদনের পর অগণিত ভক্তবৃন্দের মধ্যে আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি মন্দির চত্ত্বরে এদিন সকাল থেকে বিকেল অবধি চলে বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ ভক্তিগীতির অনুষ্ঠান। এদিন বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত হয় ধর্মসভা এবং বিকেল পাঁচটা বেজে নয় মিনিটে অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা। এদিকে, সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Author

Spread the News