বিভিন্ন দাবিতে পিএইচই ডিভিশন ২ কার্যালয়ে বিক্ষোভ জলমিত্রদের

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : জলমিত্রের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের লক্ষ্যে শিলচরের পিএইচই ডিভিশন ২ কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন অস্থায়ী কর্মচারী পরিষদ ও‌ জলমিত্র সংস্থার কর্মকর্তারা।
মঙ্গলবার জলমিত্রের বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন দুই সংস্থার কর্মকর্তারা। বিক্ষোভ শেষে প্রকৌশলীর কাছে স্মারকপত্র প্রদান করেন। প্রকৌশলী তাদের আশ্বাস দেন পুজোর আগে সমস্যা সামাধান করার হবে।

এদিকে, সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান, গত ১০/১৫ বছর থেকে বিনা বেতনে কাজ করে আসছিলেন তারা। জলমিত্র আসার পর পঞ্চায়েতের মাধ্যমে মাত্র ৬ হাজার ৫০০ টাকা বেতন দেওয়ার কথা হয় এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছিল পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু ৫ বছর অতিক্রম করার পরও তাদের বেতন বৃদ্ধি হয়নি। এর মধ্যে কোন জিপিতে প্রতিটি মাসে বেতন আনতে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির কাছে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। বলেন, জেলাশাসকের অনুমতি থাকার পরও ১৬ মাস থেকে বেতন দেওয়া হচ্ছে না কোন কোন স্থানে। তাই তারা সরকার এবং পিএইচই বিভাগের কাছে দাবি জানান, এনগেজমেন্ট লেটারের  পরিবর্তে অ্যাপোর্মেন্ট লেটার দিয়ে ট্রেজারি মেনটেন করে বিভাগীয় কর্তৃপক্ষের হাত থেকে বেতন প্রদানের সুবিধা দেওয়ার জন্য এবং ৬ হাজার টাকা বেতেনের পরিবর্তে লেবার অ্যাক্ট অনুযায়ী তাদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করার জন্য।

বিভিন্ন দাবিতে পিএইচই ডিভিশন ২ কার্যালয়ে বিক্ষোভ জলমিত্রদের

যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামীতে তারা সমগ্র অসমে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। এদিন এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন বাপন নমশূদ্র, খায়রুল ইসলাম লস্কর, সুদর্শন নন্দী, সুব্রত দাস, মকসুদ আহমেদ, সাহারুল ইসলাম ,অজয় দাস, গৌতম দেব প্রমুখ।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News