রাতে ঘুমন্ত যুবতীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক, চাঞ্চল্য জয়পুরে
কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার রাত অনুমান বারোটায় এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। এক যুবকের দায়ের কোপে ঘুমের ঘোরে প্রাণ গেল যুবতীর। খুন করে পালাতে পারেনি একই গ্রামের খুনি যুবক। গ্রামবাসীর হাতে ধরা পড়ে বর্তমানে জয়পুর পুলিশের হেফাজতে রয়েছে ঘাতক যুবক।
ধৃত যুবক মঙ্গলপুর গ্রামের খলিল আহমদ চৌধুরীর বছর বাইশের ছেলে সাবির চৌধুরী। সে একই গ্রামের সেলিম উদ্দিন চৌধুরীর কন্যা আরজিনা বেগম (২২) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় হত আরজিনা বেগম রবিবার রাতে নিজের ঘরে ঘুমেই ছিলেন। রাত বারোটা নাগাদ তার দুই বোন জাসমিন বেগম ও রুবিনা বেগম হঠাৎ দস্তাদস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখেন ঘরে একটা মানুষ হাতে দা নিয়ে তাদের বোনকে কোপ মারছে।তখন চিৎকার শুরু করলে ঐ যুবক পালায়। কিন্তু প্রতিবেশী লোকজন উঠে একটি যুবক দৌড়ে পালাতে দেখে পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করতে সক্ষম হন।
এদিকে, আরজিনা বেগম রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। কি করবেন ভাবতে ভাবতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আরজিনা বেগমের মৃত্যু ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়পুর থানায়। জয়পুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কী কারনে এই যুবক ঘুমের ঘোরে যুবতীকে কুপিয়ে হত্যা করল তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।