এটা সিনেমার টিকিট নয় যে বললেই দেওয়া হবে, কড়া বার্তা অতুল বরার

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : দলীয় টিকিট নিয়ে কড়া বার্তা দিলেন অগপ সভাপতি অতুল বরা। তিনি বলেন, সাংগঠনিক কাজের প্রতি উৎসর্গিত এবং জনভিত্তি-সম্পন্ন তথা মানুষের কাছে গ্রহণযোগ্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট দেওয়া যায় কিনা বিবেচনা করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে দলে সত্যিকারের অবদান দেখাতে হবে, এটা সিনেমার টিকিট নয় যে বললেই টিকিট দেওয়া হবে।

আসন্ন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর) এবং অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অসম গণ পরিষদ। আসন্ন নির্বাচনে দলীয় টিকিট-প্রত্যাশীদের ভিড় বেজায় বাড়ছে। নানা জায়গায় তৃণমূল স্তরের নেতারা কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে নানাভাবে হেনস্তা করছেন বলে অভিযোগ আসছে।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার দিশপুরে অগপ-র সিনিয়র এবং বিভিন্ন পদমর্যাদার নেতা ও কর্মীদের উপস্থিতিতে আসন্ন বিটিআর এবং অসম বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছিলেন দলের কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্ত, দুই সাংসদ বীরেন্দ্রপ্রসাদ বৈশ্য (রাজ্যসভা) ও ফণীভূষণ চৌধুরী (লোকসবা), বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাও।

অনুষ্ঠিত সভায় অতুল বরা বলেন, ‘আপনারা যদি শুধুমাত্র দাবি করেন বা হুমকি দেন, তা-হলে কিন্তু টিকিট পাবেন না। আপনার সাংগঠনিক ভিত্তি থাকতে হবে, দলের জন্য কাজ করতে হবে, জনসাধারণের কাছে যেতে হবে, গিয়ে প্রচার করতে হবে তবেই টিকিট পাওয়া যাবে।’ তিনি বলেন, ‘দলীয় টিকিট চাওয়ার আগে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকা জরুরি। নির্বাচনী টিকিট সিনেমার টিকিটের মতো নয় যে চাইলেই পাওয়া যাবে।’

Spread the News
error: Content is protected !!