ট্রেইলারিং ও বিউটিশিয়ান প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : উপার্জন বেসরকারি সামাজিক সংস্থার পক্ষ থেকে ট্রেইলারিং ও বিউটিশিয়ান প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। রবিবার দুপুরে শিলচর রাঙ্গিরখাড়ি উপার্জন রুয়েল ডেভলপমেন্ট সোসাইটি নামক বেসরকারি সামাজিক সংস্থার অধীনে প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে উপস্থিত এই অঞ্চলের প্রায় একশোজন মহিলাদের ছয় মাস ব্যাপী বিউটিশিয়ান ও ট্রেইলারিং প্রশিক্ষণপ্রাপ্ত দেরকে উপার্জন রুহেল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সভাপতি রাজ কুমার দাস, সম্পাদক কুমুদ রায় এবং বিউটিশিয়ান প্রশিক্ষণের শিক্ষিকা পায়েল বর্মা ও ট্রেইলারিং এর শিক্ষিকা উর্মিলা কৈরীদের হাত ধরে সার্টিফিকেট গ্রহণ করেন।
বক্তব্যে সভাপতি রাজ কুমার দাস ও কুমুদ রায় উভয়েই বলেন, বিগত দশ বছর থেকে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এখান থেকে প্রশিক্ষণ বিউটিশিয়ান ও ট্রেইলারিংয়ের ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে মহিলারা স্বনির্ভর হয়েছেন এবং নিজ পরিবার চালিয়ে যাচ্ছেন। তাঁরা আরও বলেন, উপার্জন রুয়েল ডেভলাপমেন্ট সোসাইটির প্রত্যেক সদস্যদের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের মহিলাদের হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর হয়ে সুনামের সঙ্গে জীবনযাপন করতে পারেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহন তন্তুবাই, সুজিত বর্মন, রাজেশ তাঁতী, হ্যাপ্পি দাস সহ অন্যান্যরা।