চাঁদের পর সূর্য ছুঁয়ে ইতিহাস গড়ল ISRO, শুভেচ্ছা মোদির

৬ জানুয়ারি : ইতিহাস গড়ল ইসরো, চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সফল। ৬ জানুয়ারি শনিবার বিকেল ৪টে’য় মহাকাশযানটি ‘হ্যালো অরবিট’ কক্ষপথে ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্টে সফল ভাবে পৌঁছেছে মহাকাশযান আদিত্য। ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্ট হল, সেই জায়গা যেখানে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে। এই পয়েন্টটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে, যা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বের মাত্র এক শতাংশ।

ISRO গত বছর ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-এল ১ লঞ্চ করেছিল। মিশনের লক্ষ্য , সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট -এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি দূরে অবস্থিত।

সৌরযানটি সাতটি বৈজ্ঞানিক পেলোড দিয়ে তৈরি করা হয়েছে। দেশীয়ভাবে এই পেলোড তৈরি করা হয়েছে। ইলেক্ট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে এই পেলোডগুলি বিশেষভাবে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।

দীর্ঘ ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে মহাকাশযানটি। চন্দ্রযান-৩ উত্‍ক্ষেপণের সাফল্যের পর, ফের ISRO-এর মুকুটে নয়া পলক। আদিত্য L1 মহাকাশে ভ্রমণের ১২৬ দিন পূর্ণ করেছে।

আদিত্য এল ওয়ানের এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, আরও একবার ইতিহাস গড়ল ভারত। আদিত্য এল ওয়ান ভারতের প্রথম সোলার অবজারভেটরি। গত বছর চন্দ্রগ্রহণ থ্রিযের সাফল্যের পরপরই আদিত্য এল ওয়ান লঞ্চ করেছিল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, এরপর এই মহাকাশযান ওই কক্ষপথ থেকে সূর্যকে নানাভাবে পর্যবেক্ষণ করবে। শুধু পৃথিবীকে আলোকিত করা নয় আরও বিভিন্নভাবে সূর্য কাজ করে তাও জানতে পারবে ইসরো।

Author

Spread the News