প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইজরায়েল : হামাস

২৩ ফেব্রুয়ারি : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছয়জন ইজরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইজরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের ‘অপমানজনক’ অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে, যা ইজরায়েলের জন্য অগ্রহণযোগ্য। এর ফলে শনিবার মুক্তি পাওয়ার কথা থাকলেও ৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দিকে কারাগারে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।

শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “হামাস বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এবং অপপ্রচারের জন্য জিম্মিদের ব্যবহার করছে। তাই অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।” উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার আওতায় হামাস এখন পর্যন্ত ২৫ জন ইজরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মুক্তির সময় হামাস বিশেষ অনুষ্ঠান আয়োজন করায় ইজরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইজরায়েল : হামাস

এর আগে বৃহস্পতিবার হামাস চারজন ইজরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করে। তবে একটি লাশের বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়, কারণ শিরি বিবাস নামে এক জিম্মির লাশের পরিবর্তে ভুল করে অন্য কারও লাশ দেওয়া হয়েছিল। পরে শুক্রবার সঠিক লাশ হস্তান্তর করা হয়, যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে তার পরিবার। ইজরায়েল এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায়।

Author

Spread the News