মাতৃভূমি কাপে ১১-০ গোল ইসলামাবাদের

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : বিপক্ষ আরহি স্টোর জামালপুরকে গোলের বন্যায় ভাসিয়ে ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো আব্রা স্টিল ইসলামাবাদ। শনিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে রীতিমত একপেশে খেলায় আরহু স্টোর জামালপুর এফসি-কে ১১-০ গোলের বিশাল ব্যবধানে পরাস্ত করে তারা।

এদিন প্রথমার্ধের খেলায় ৭-০ গোলে এগিয়ে থাকে আব্রা স্টিল। ইসলামাবাদের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন রেমখুম (৪ ও ২৮) ও রবিনসন (২৪ ও ৩১) মিনিটে । বাকী গোল করেন এপোলো, সামলিয়াই ও ফেলা যথাক্রমে খেলার ৩, ৬ ও ২৫ মিনিটে। 

একদিকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে প্রবল আত্মবিশ্বাসী ইসলামাবাদ গোল সংখ্যা বাড়াতে তৎপর ছিল । অপরদিকে গোলের ব্যবধান কমানোর চেষ্টায় ছিল আরহি স্টোর জামালপুর। দ্বিতীয়ার্ধে পুনরায় দুর্দান্ত খেলা প্রদর্শন করে আব্রা স্টিল ইসলামাবাদ। দলের হয়ে গোল করেন ৩৯ মিনিটে সেকুলার, ৪০ মিনিটে রেমখুম এবং ৬৫ ও ৬৬ মিনিটে জোড়া গোল করেন আম্বু। এদিনের খেলায় হ্যাটট্রিক করেন রেমখুম। 

এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইসলামাবাদ দলের খেলোয়াড় মসেস। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, সাধারণ সম্পাদক সুদীপ কুমার, উপ-সভপতি পার্থ সেন ও সপ্তগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাহিদ আহমেদ লস্কর। এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, শামিম আহমেদ বড়ভূইয়া ও প্রবীণ বর্মণ। রবিবার গ্রুপ ‘ডি”-র অন্তিম খেলায় অঞ্জলি এফসি নুতন বাজার ও আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাং মুখোমুখি হবে।

Spread the News
error: Content is protected !!