মেডিক্যালের সিনিয়র অ্যাকাউন্টের সঙ্গে অভব্য আচরণ ডিএসপির, কালো ব্যাজ পরে প্রতিবাদ
দুঃখ প্রকাশ পুলিশসুপার নুমুল মাহাতোর
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কলেজ বিভাগের অ্যাকাউন্ট সেকশনের সিনিয়র অ্যাকাউন্টেট জসিম উদ্দিন লস্করকে বৃহস্পতিবার বিকেলে কর্মরত অবস্থায় কাছাড়ের ডিএসপি-এর অভব্য আচরণ ও গালিগালাজ করায় প্রতিবাদ জানালো এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল থেকে শিলচর মেডিক্যাল কলেজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মচারীরা কালো ব্যাজ পরিদান করে এ কাণ্ডের প্রতিবাদ জানান। এবং কাছাড়ের পুলিশ প্রশাসন সহ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং বিভাগীয় সকল স্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেন উপযুক্ত তদন্তের দাবি জানায় অ্যাসোসিয়েশন। এরমধ্যে দুপুর ১ টা নাগাদ পুলিশসুপার নুমুল মাহাতো বিষয়টি নিয়ে অ্যসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা করেন এবং এই ঘটনার দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বিষয়টি সঠিকভাবে জানার জন্য অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে তাঁদের কথা শুনেন, সুব্রত সেন আশ্বাস দেন বিষয়টির উপযুক্ত বিচার হবে বলে।
এদিকে, বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে বিভিন্ন আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেও এখন কোন সঠিক তদন্ত বা সুরাহ পাওয়া যায়নি তাই আজ বিকেলে আবারও কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা আয়ুক্তের স্মারকলিপি প্রদান করে উক্ত বিষয়ের সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এদিন প্রতিবাদ চলাকালীন উপস্থিত ছিলেন সভাপতি নাহার হুসেন মজুমদার, সহ-সভাপতি মেহেবুব আলম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক কপিল দেব কর্মকার, সহ-সম্পাদক সামসুল আলম লস্কর, কোষাধ্যক্ষ ডি.ডিকেন রংমাই, কার্যালয় সম্পাদক দ্বিগবিজয় রায় সহ অন্যান্য কর্মচারীরা।