ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে বড় চমক, ফিরলেন ঈশান

২০ ডিসেম্বর : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল ৮ মার্চ। শনিবার টি–টোয়েন্টি বিশ্বকাপের ভারতের দল ঘোষিত হল। দলে কিন্তু রয়েছে বড় চমক। শুভমান গিল ছন্দে না থাকায় বিশ্বকাপের দলে রাখা হয়নি। তাছাড়া তাঁর গোড়ালিতে চোটও রয়েছে। তবে কামব্যাক হয়েছে ঈশান কিষানের। সৈয়দ মুস্তাক আলিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় নির্বাচকরা ফের আস্থা রাখলেন ‘‌অবাধ্য’‌ কিষানের উপরে।

ভারতের দলটা এরকম:‌ সূর্যকুমার যাদব (‌অধিনায়ক)‌, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (‌সহ–অধিনায়ক)‌, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (‌উইকেটরক্ষক–ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (‌উইকেটরক্ষক–ব্যাটার), রিঙ্কু সিং।

এ দিন সাংবাদিক সম্মেলনে বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া ছাড়া উপস্থিত ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। এই দলটাই খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকা সিরিজে রিঙ্কু সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে তাঁর উপর আস্থা রাখলেন নির্বাচকরা। তবে তরুণ জিতেশ শর্মা নন, সঞ্জুর পর অপর উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে এলেন ঈশান কিষান। আর দলে জায়গাই হল না শুভমান গিলের। শুভমানের দলে না থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিষানের দলে ঢোকা।

১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার।

বিশ্বকাপ হবে ভারত শ্রীলঙ্কায়। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তাছাড়া, একাধিক স্পিনার–অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা। সেই কারণেই বিবেচনা করা হয়নি ঋষভ পন্থের নাম। ভাবা হয়নি মহম্মদ সিরাজ বা মহম্মদ সামির নামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *