ইরানে পাল্টা জবাব ইজরায়েলের, ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই মহাকাশ সংস্থার মুখপাত্র

১৯ এপ্রিল : ইরানের হামলার বিরুদ্ধে এবার পাল্টা প্রত্যাঘাত করল ইজরায়েল। জানা গিয়েছে, ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর উড়িয়ে দিয়েছে ইরান। তবে ইরানি এক কর্মকর্তা বলেছেন, ইরানে কোনও ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি।

জানা গিয়েছে, একটি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত হেনেছে বলে এবিসি নিউজ জানিয়েছে। এছাড়া সিরিয়া ও ইরাকেও হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানি মিডিয়ার খবরে ইসফাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে। ইরান দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করেছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনও ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। তবে বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইরানের ইসফাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমান ঘাঁটির কাছে ‘তিনটি বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে।

বদলা হিসেবে গত শনিবার ইজরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইজরায়েল। যদিও পাশে থাকলেও আমেরিকা ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইজরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইজরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ, শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল।

Author

Spread the News