ঈরালিগুল সিনিয়র সেকেন্ডারি স্কুলের উত্তীর্ণদের সংবর্ধনা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ মে : উচ্চ মাধ‌্যমিক পরীক্ষায় ঈরালিগুল সিনিয়র সেকেন্ডারি স্কুলের নজরকাড়া ফলাফলে উত্তীর্ণদের সংবর্ধনা জানানো হয়। শুক্রবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের  ফুলের মালা সহ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান স্কুল কর্তৃপক্ষ। এ‌তে খু‌শি ব‌্যক্ত ক‌রে‌ছে এলাকার শিক্ষানুরা‌গি মহল।

এ ব‌্যাপা‌রে স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ আচার্য, চেয়ারম্যান আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক নোমান উদ্দিন ব‌লেন, অন‌্যান‌্য বছ‌রের ন‌্যায় এবারও তাদের  স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে। এবছর পা‌শের হার একশ শতাংশ। শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফ‌লে এমন রেজাল্ট সম্ভব হ‌য়ে‌ছে।এবা‌রে পরীক্ষায় সর্বমোট ৯ জন ছাত্রছাত্রী বসেছিল। এদের মধ্যে ৯ জনই উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগে ৪ জন, দ্বিতীয় বিভাগে ৩ জন ও তৃতীয় বিভাগে ২ জন উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়া একটি স্টার সহ মোট ৭ টি লেটারও রয়েছে। ৩৫৯ নম্বর সহ একটি স্টার ও তিনটি লেটার নিয়ে স্কুল টপার হয়েছেন ফারুল ইসলাম।

Author

Spread the News