রাধামাধব কলেজে টেইলারিং এবং ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্সের সূচনা

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপমেন্ট সেলের উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার থেকে শুরু হলো এক মাসের টেইলারিং ও ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্স। এদিন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় উক্ত কোর্সের শুভ উদ্বোধন করেন। 

রাধামাধব কলেজে টেইলারিং এবং ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্সের সূচনা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপমেন্ট সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী । তিনি জানান মূলতঃ মেয়েদেরকে আত্মনির্ভরশীল ও সাবলম্বী করে তোলাই তাদের মূখ্য উদ্দেশ্য। এই কাজ শিখে অদূর ভবিষ্যতে যাতে মেয়েরা নিজেদের আত্মনির্ভর করে তুলতে পারে সেকথা মাথায় রেখেই তাদের এই প্রয়াস। এই কোর্স দ্বারা আমরা যে সাফল্য চাইছি তা আগামীদিনে পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

রাধামাধব কলেজে টেইলারিং এবং ড্রেস ডিজাইনিং সার্টিফিকেট কোর্সের সূচনা

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী, মহিলা সেলের আহ্বায়ক অধ্যাপিকা ডঃ নবনিতা দেবনাথ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ, রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপমেন্ট সেলের সদস্য কমলেশ দাশ প্রমুখ।  

Author

Spread the News