ইনট্রডাকশন অফ লাইব্রেরি ৩.০ ফেসিলিটিস’ এর উদ্বোধন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : মঙ্গলবার ‘ইনট্রডাকশন অফ লাইব্রেরি ৩.০ ফেসিলিটিস’ এর উদ্বোধন হলো রাধামাধব কলেজে। এছাড়াও এদিন লাইব্রেরি নিউজ লেটার ‘ইনফর্মেনিয়া’ ও প্রকাশিত হয়েছে। এদিন কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ দেবাশিস রায়ের হাত ধরে ‘লাইব্রেরি ৩.০ ফেসিলিটিস’ এর উদ্বোধন সহ লাইব্রেরি নিউজ লেটার ‘ইনফর্মেনিয়া’র আবরণ উন্মোচন হয়েছে। 

বরাক উপত্যকার কলেজ গুলির মধ্যে রাধামাধব কলেজের লাইব্রেরিই সর্বশ্রেষ্ঠ : অধ্যক্ষ

এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে কলেজ অধ‍্যক্ষ দেবাশিস রায় বলেন, রাধামাধব কলেজের লাইব্রেরি হচ্ছে বরাক উপত্যকার কলেজ গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি। কলেজ গ্রন্থাগারিক ডঃ সোনালি চৌধুরী ও তার বিভাগের পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে রাধামাধব কলেজ গ্রন্থাগারকে এই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন, তারজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান কলেজ অধ‍্যক্ষ। তিনি বলেন, লাইব্রেরি হলো জ্ঞান আহরণের প্রধান কেন্দ্র। তিনি ছাত্র ছাত্রীদের বেশি করে লাইব্রেরি ব্যবহার করে জ্ঞান অর্জন করার আহ্বান জানান। লাইব্রেরির প্রতি ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়াতে আমাদের কলেজ লাইব্রেরিতে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাও প্রদান করা হচ্ছে এবং আজকে ইনট্রডাকশন অফ লাইব্রেরি ৩.০ ফেসিলিটিশ এর উদ্বোধন তারই জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করেন কলেজ অধ‍্যক্ষ। উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে নিয়মিত লাইব্রেরি ব্যবহারের জন্য দুই ছাত্র যথাক্রমে পায়েল রানী দে ও নয়ন সুত্রধরকে ‘বেস্ট লাইব্রেরি ইউজার এওয়ার্ড’ প্রদান করা হয়, তাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন অধ্যক্ষ দেবাশিস রায় সহ অন্যান্যরা। 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ লাইব্রেরিয়ান তথা আইকিউএসি-র কো-অর্ডিনেটর  সোনালি চৌধুরী, কলেজ উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য্য প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অরুন্ধতী দত্ত চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা নবনিতা দেবনাথ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা সুমিতা বসু, ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী, অধ্যাপক  আশিসতরু রায়, অধ্যাপিকা সোনালি চন্দ ও শবনম বড়ভূইয়া, অধ্যাপক অভিষেক দাস সহ লাইব্রেরি বিভাগের কর্মচারী গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার প্রমুখ।

Author

Spread the News