‘আন্তর্জাতিক যোগ সামিট’ কর্মশালা পরিচালনা শিলচরের শতাক্ষীর

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের ‘আন্তর্জাতিক যোগ সামিট’-এ কর্মশালা পরিচালনা করলেন শিলচরের শতাক্ষী ভট্টাচার্য। ১৭ থেকে ১৯ নভেম্বর হরিদ্বারের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে হয় এই যোগ সামিট। আর এখানেই কর্মশালা পরিচালনার আমন্ত্রণ পান শতাক্ষী। অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট ইনস্টিটিউশন শিলচর ‘নিরাময়’ এর পক্ষে সামিটে প্রতিনিধিত্ব করেন তিনি।

'আন্তর্জাতিক যোগ সামিট' কর্মশালা পরিচালনা শিলচরের শতাক্ষীর

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে একমাত্র অসম থেকে ‘নিরাময়’ নির্বাচিত হয়েছে নির্দিষ্ট বিষয়ে কর্মশালা পরিচালনার জন্য। কর্মশালার বিষয় ছিল -“যোগ ইন ডেইলি প্র্যাকটিসেস ফোর স্টুডেন্টস”। এতে পড়ুয়াদের জন্য যোগ কেন জরুরি, কেন উপকারী, কীভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের একটা যোগাভ্যাসের প্যাকেজ দিনলিপিতে রাখা যায়, কীভাবে সহজ যোগ চর্চার মাধ্যমে পড়ুয়ারা তাঁদের শারিরীক ও মানসিকভাবে সুস্থ রাখতে পারে এ সব হাতে কলমে বুঝিয়ে দেন শতাক্ষী। একটা ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশনও ছিল। কর্মশালায় আসনের ডেমন্স্ট্রেটর ছিল খুদে যোগ-শিক্ষার্থী হিমাঘ্ন ভট্টাচার্য। গুরু মা ড. হংস জি যোগেন্দ্র সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যোগ গুরুদের প্রশংসা কুড়ায় নিরাময়-এর এই কর্মশালা। ১৮ নভেম্বর হরিদ্বারের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে হয় এই কর্মশালা।

'আন্তর্জাতিক যোগ সামিট' কর্মশালা পরিচালনা শিলচরের শতাক্ষীর

প্রসঙ্গত, শতাক্ষী ভট্টাচার্য শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের ডিরেক্টর পদে রয়েছেন। তিনি শিলচর মহর্ষি বিদ্যা মন্দিরের শিক্ষিকা ও আর্ট অব লিভিং টিচার। যোগ শিক্ষার প্রচার-প্রসারে নিয়ত কাজ করে যাচ্ছেন শতাক্ষী। তাঁর কথায়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বরাকের নিরাময়-এর এই প্রজেক্ট  কার্যত এই যোগ সংস্থার গবেষণামূলক ভাবনারই প্রতিফলন ছিল। এতে ভিডিও উপস্থাপনার মধ্য দিয়ে পড়ুয়া, অভিভাবক, শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিত্ব সবার মতামতও তুলে ধরা হয়েছে।

Author

Spread the News