নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষীনগর মডেল স্কুলে

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই নিজের মাতৃভাষাকে ভাল করে রপ্ত না করতে পারলে কোন ভাষাকে রপ্ত করা সম্ভব নয়। আর ভাবী প্রজন্মের মধ্যে নিজের মাতৃভাষার অধিক চর্চা করার আহ্বান জানিয়ে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি জেলার লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত মুক্তি যোদ্ধা নিউর কুর্মি আদর্শ বিদ্যালয় তথা লক্ষীনগর মডেল হাইস্কুলে এক সচেতনতা মূলক কার্যসূচী গ্রহণ করা হয়। এদিন নেহরু যুব কেন্দ্রের হাইলাকান্দি শাখার পক্ষ থেকে মডেল স্কুলে মাতৃভাষার প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে সমবেত কণ্ঠে ছাত্র ছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করে। এরপর স্কুলের অধ্যক্ষ স্নেহাশিস উপাধ্যায়ের পৌরোহিত্যে শুরু হয় আলোচনা সভা।

নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষীনগর মডেল স্কুলে

প্রারম্ভিক বক্তব্যে স্কুলের বাংলা শিক্ষিকা সুপ্রিয়া চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এই  দিনটি বাঙালিদের  ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহিদ হন। তাদের মধ্যে ছিলেন রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত। এজন্য এ দিনটি শহিদ দিবস হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশে। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর প্রতিবছর এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। তারপর ছাত্র ছাত্রীরা কবি দীজেন্দ্র লাল রায়ের কালজয়ী গান ‘ধন ধান্যে পুষ্প ভরা’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে।

নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষীনগর মডেল স্কুলে

এছাড়াও এই দিবসের প্রেক্ষাপটে বক্তব্য রাখতে গিয়ে সংস্কৃতি কর্মী শংকর চৌধুরী নেহরু যুব কেন্দ্রের পক্ষ থেকে এই দিবসটি উদযাপন করার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাছাই করার জন্য সাধুবাদ জানান। পাশাপাশি তিনি ২১ ফেব্রুয়ারি ও ১৯ মে এর প্রেক্ষাপটে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ছাত্রী দের নিজ নিজ মাতৃভাষা শুদ্ধ করে পড়া এবং লিখতে গুরুত্ব দিতে পরামর্শ দেন। অপর বক্তা শিক্ষক সঞ্জীব দেব এই দিবস সহ মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে সবাইকে অবগত করেন। এছাড়াও বসে আঁকো প্রতিযোগিতা সহ বাংলা নৃত্য, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে পড়ুয়ারা।শংকর চৌধুরী সদ্য প্রয়াত কবি প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং উনার সৃষ্টি  ‘আমি বাংলায় গান গাই’ গানটি পরিবেশন করেন। অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন উপস্থিত অতিথিরা পুরষ্কার প্রদান করেন।

নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষীনগর মডেল স্কুলে

এদিকে, হাইলাকান্দি জেলা শিক্ষা আধিকারিকের নির্দেশ অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় বলে জানা গেছে।

Author

Spread the News