“নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস” পালন উইমেন্স কলেজে
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শিলচর উইমেন্স কলেজের বাণিজ্য শাখা ও লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর যৌথ উদ্যোগে সোমবার “নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস” শীর্ষক বিষয়ের উপর এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় আইনজীবী জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীদের সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিরুদ্ধে আইনি বিভিন্ন ধারার তাৎপর্য ও মহত্ব তুলে ধরে মহিলা ও যুবতীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
এছাড়াও মহিলাদের সঙ্গে হওয়া ঘরোয়া হিংসা রোধ করা, অপহরণ, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর পাশাপাশি মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার উন্নয়নকে হাতিয়ার করে সমাজে নিজেকে গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তাঁরা। বিশেষ করে মহিলা ও উঠতি যুবতীদের পোষাক পরিধান সহ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে সতর্ক থেকে নিজেকে সুরক্ষিত রেখে সমাজে এগিয়ে চলার আবেদন জানিয়েছেন প্রধান বক্তা সহ আমন্ত্রিত অতিথিরা। বর্তমান সমাজ ব্যবস্থায় পুরুষ ও মহিলা উভয়কেই সমভাবে সমঅধিকার আদায়ের উপরও এদিন বিশেষ গুরুত্ব দিয়েছেন তাঁরা। সভায় লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালী ভিউর তরফে সঞ্জীব রাই, বন্দিতা ত্রিবেদী রাই, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।