পড়ুয়াদের কাছে ‘অপমানিত’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরনায় অন্তর্বর্তীকালীন উপাচার্য

১২ অক্টোবর : নিজেদের দাবিতে, প্রতিবাদে বারবার বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের অবস্থান, বিক্ষোভ, ধরনার ছবি প্রকাশ্যে এসেছে।

তবে এবার ছবি একেবারে বিপরীত। এবার পড়ুয়াদের কাছে ‘অপমানিত’ হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরনায় বসলেন খোদ অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ সহ অধ্যাপকেরা। এই ধরনার কারণ কী?  ছাত্রদের হাতে ‘অপমান ও হেনস্থা’র প্রতিবাদে এই ধরনা বলে দাবি উপাচার্য এবং ইসির সদস্যদের । ২৬ সেপ্টেম্বর কর্ম সমিতির একটি বৈঠক হয়। যা মধ্যরাত পর্যন্ত চলে এবং সে বৈঠক থেকে কোনও সমাধান বেরিয়ে আসেনি। একগুচ্ছ বিষয়ে আলোচনার জন্য বুধবার দুপুরে হঠাৎই একটি ইসির বৈঠক ডাকা হয়। মধ্যরাতে বৈঠক শেষ হওয়ার আগেই ধর্নায় বসেন অন্তর্বতীকালীন উপাচার্য সহ অধ্যাপকরা। অভিযোগ, ইসির বৈঠক কালে বারবার স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় ধর্নার। অন্তবর্তীকালীন উপাচার্যর সঙ্গেই ধর্নায় বসেছেন কর্মসমিতির সদস্য একাধিক অধ্যাপক সহ আরও অনেকে। পড়ুয়াদের আচরণের প্রতি তীব্র নিন্দা করছেন অন্তর্বর্তী উপাচার্য সহ ইসি কমিটির সদস্যরা। তাঁদের বক্তব্য, কাজ করতে দেওয়া হচ্ছে না, রীতিমত হেনস্তা করা হচ্ছে, বলেই ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। অরবিন্দ ভবনের পোর্টিকোয় চলছে সত্যাগ্রহ অবস্থান।

উল্লেখ্য, ধরনায় বসেই সকল অফিসিয়াল কাজকর্ম করছেন বুদ্ধদেব সাউ, রেজিস্ট্রার সেনমঞ্জু বসু। ১১ ঘণ্টা অতিক্রম হয়ে গেছে, এখনও চলছে ধরমা। শিক্ষামন্ত্রী সহ আচার্যের কাছে আর্জি জানাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এই বিষয়ে তারা দ্রুত সুরাহা করেন।
খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News