ইনটেনসিভ রিভিশনের জন্য এবার ইনসেনটিভ ঘোষণা কমিশনের

২ আগস্ট : ভোটার তালিকা সংশোধনে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই প্রথম ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দেরও সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক বেধেছে। এরই মধ্যে বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এ যুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) ৬ হাজার টাকা স্পেশাল ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন।

ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন বিএলও-রা। এতদিন তাঁদের বছরে ৬ হাজার টাকা করে ভাতা দিত কমিশন। এবার সেটাই দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কমিশন। এবার থেকে বছরে ১২ হাজার টাকা ভাতা পাবেন বিএলও-রা। এছাড়া, ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য বছরে এক হাজার টাকার জায়গায় ২ হাজার টাকা করে পাবেন।

বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। এরই মধ্যে এদিন কমিশন জানাল, বিহারে SIR-এ যেসব বিএলও কাজ করেছেন, তাঁদের ৬ হাজার টাকা স্পেশাল ইনসেনটিভ দেওয়া হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা স্বচ্ছ রাখার কাজে নিরন্তর পরিশ্রম করেন এইসব কর্মীরা। তাই, তাঁদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে এই ভাতা বাড়ানো হয়েছিল।

Spread the News
error: Content is protected !!