শিলচরে দু’দিনের বেসিক ইন সায়েন্স এক্সপেরিমেন্টেশন কার্যসূচির সূচনা

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির, শিলচর চাপ্টারের উদ্যোগে শিলচরে সেন্ট্রাল সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলে দু’দিনের বেসিক ইন সায়েন্স এক্সপেরিমেন্টেশন কার্যসূচির সূচনা হয়। সংগঠনের সর্বভারতীয় কমিটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য কলকাতার ডাঃ দিবাশঙ্কর দাস উপস্থিত থেকে প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন। সংগঠনের শিলচর চাপ্টারের আহ্বায়ক অনন্যা দত্ত আলোচনা সভা পরিচালনা করেন।

এই আলোচনা সভায় পদার্থ বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক যথাক্রমে সুরজিৎ সেন, অজয় রায় সহ বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের অন্যতম সংগঠক হানিফ আহমেদ বড়ভূইয়া, বিশিষ্ট সমাজকর্মী যথাক্রমে সুকল্পা দত্ত, আদিমা মজুমদার, দিলীপ নাথ, চাম্পালাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী উৎসব আয়োজনের পর বর্জ্য পদার্থ বিজ্ঞান ভিত্তিক উপায়ে ব্যবস্থাপনার উপর একটি মডেল কম্পিটিশন অনুষ্ঠিত হয়। মডেল কম্পিটিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিজ্ঞানের অবসর প্রাপ্ত শিক্ষক কৃঞ্চেন্দু রায় ও ডা দিবাশংকর দাস প্রমুখ।

এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয় পুর্ণিমা কৈরী এবং জুনিয়র গ্রুপে প্রথম স্থান দখল করে রৌশনী দেবী। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবির আহমেদ, কিশান দাস, বাহারুল ইসলাম প্রমুখ।

Spread the News
error: Content is protected !!