হাফলঙ সিইএম কাপে খেলা ড্র
সামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : হাফলঙে আয়োজিত কুড়িতম সিইএম কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা লিগ পর্যায়ে শুরু হল। রবিবার লিগের প্রথম ম্যাচে জেমি এফসি (ZEME FC) ও কুকিস্থান ক্লাব (KUKISTAN CLUB)। খেলায় ১-১ গোলে ড্র হয়। ১২ মিনিটে কুকিস্থানকে এগিয়ে নেন মোয়াখালিয়া (Muankhanlian)। ৩৭ মিনিটে সমতায় ফেরে জেমি। গোল করেন লোলালেন হাওকিপ (Lunlallen Haokip)। হাড্ডাহাড্ডি লড়াই করলেও জয়সূচক গোল কোন দলই করতে পারেনি। অবশেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ থেকে ছাড়তে হয়েছে।