দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইনডাক্শন প্রোগ্রাম রাধামাধব কলেজে

পড়াশোনার পাশাপাশি আজকাল দক্ষতা বিকাশের কোর্স অত্যন্ত জরুরী : অধ‍্যক্ষ দেবাশিস রায়

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : শিলচর রাধামাধব কলেজে দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইনডাক্শন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালে সেল্ফ ফাইনান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্সে ভর্ত্তি হওয়া ছাত্র ছাত্রীদের কোর্স সম্বন্ধে অবগত করান উপস্থিত প্রশিক্ষকরা। অনুষ্ঠানে রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ছাত্র ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে কলেজ অধ‍্যক্ষ ডঃ দেবাশিস রায়, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, রাধামাধব কলেজ এন্ট্রাপ্রেনিয়রশিপ ডেভেলাপম্যান্ট সেলের আহ্বায়ক ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, হস্ততাঁত বস্ত্র শিল্প বিভাগ শিলচরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুঞ্জন কলিতা, প্রশিক্ষক যথাক্রমে দেবজ্যোতি দাস, সন্দীপ চৌধুরী, বিজয়া চক্রবর্তী, রূপালী পুরকায়স্থ, শম্পা বণিক, দেবী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। 

দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইনডাক্শন প্রোগ্রাম রাধামাধব কলেজে
বক্তব্য রাখছেন অধ্যক্ষ দেবাশিস রায়

সভায় বক্তব্য রাখতে গিয়ে কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায় বলেন, ছাত্র ছাত্রী যারা সেল্ফ ফাইনান্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্সে ভর্ত্তি হয়েছো তোমাদেরকে সফল ভাবে কোর্সগুলি সম্পন্ন করতে হবে। তিনি বলেন সরকার চায় ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা বিকাশের জন্য কোর্স করুক যাতে নিজেদের আত্মনির্ভর করে গড়ে তুলতে পারে পড়ুয়ারা। আজকাল সরকারী নিযুক্তির ক্ষেত্রে জেনারেল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সাথে দক্ষতা বিকাশের সার্টিফিকেট থাকা জরুরী হয়ে পড়েছে। এই সার্টিফিকেট থাকলে আখেরে লাভান্বিত হবে পড়ুয়ারা। এদিকে রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী বলেন মূলতঃ সেল্ফ ফাইনান্সিং সেলের উদ্যোগে কম্পিউটার ডিপ্লোমা সহ বিভিন্ন কোর্সে ভর্ত্তি হওয়া ছাত্র ছাত্রীদের সাথে কোর্স সম্পর্কে ওয়াকিবহাল করতেই আজকের এই পরিচয় বৈঠক। এই কোর্স সম্পন্ন হলে সরকারী সার্টিফিকেট পাবেন পড়ুয়ারা এবং এর থেকে ভবিষ্যত জীবনে ছাত্র ছাত্রীদের অনেক কাজে আসবে। 

দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইনডাক্শন প্রোগ্রাম রাধামাধব কলেজে

এদিকে, নিজ বক্তব্য রাখতে গিয়ে হস্ততাঁত ও বস্ত্র শিল্প বিভাগ শিলচরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গুঞ্জন কলিতা বলেন, হস্ততাঁত আসামের একটি অতি প্রাচীন কুটির শিল্প। পড়াশোনার পাশাপাশি হস্ততাঁত শিল্পকে আমরা বিকল্প হিসাবে বেছে নিয়ে নিজেদের আত্মনির্ভর করে গড়ে তুলতে পারি। তিনি বলেন আসামের শুয়ালকুঁচিতে হস্ততাঁত ও বস্ত্র শিল্পের কারখানা গড়ে উঠার ফলে ঐ অঞ্চলের মানুষ সরকারী চাকুরির চিন্তা ছেড়ে কুটির শিল্পকে বেছে নিয়েছেন এবং নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পেরেছেন। কাজেই ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি হস্ততাঁত শিল্পের প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানান গুঞ্জন বাবু। 

দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইনডাক্শন প্রোগ্রাম রাধামাধব কলেজে

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ আইকিউএসি-র সহ কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য, মহিলা সেলের আহ্বায়ক ড. নবনিতা দেবনাথ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল শরনিয়া, অধ্যাপিকা শবনম সারংশা, প্রশিক্ষক শর্মিষ্টা পাল দাস, এলিনা দেবী প্রমুখ। 

Author

Spread the News