মদ্যপ অবস্থায় মেজে শুয়ে পড়লেন প্রধান শিক্ষক, সরব অভিভাবকরা
অযথা ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ____
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : কিছু শিক্ষকের অস্বাভাবিক আচরণে গোটা শিক্ষক সমাজকে লজ্জিত বা কলুষিত করে। এমন এক লজ্জাজনক ঘটনা সামনে আসার পর সৃষ্টি হয়েছে। ঘটনাটি পূর্ব ধলাইর রুকনি জিপির অন্তর্গত ৯৫৮ নং উত্তর রাখালটিলা এলপি স্কুলের। ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদপান করে স্কুলে আসেন বলে অভিযোগ অভিভাবকদের। আর শ্রেণী কক্ষের মেজে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন অভিভাবকরা। শনিবার সংবাদমাধ্যমের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে কিছু ভিডিও তুলে ধরেন এলাকার একাংশ অভিভাবকরা। তাঁরা জানান, প্রতিদিন প্রধান শিক্ষক আলতাফ হুসেন লস্কর স্কুলে মদপান করে আসেন এবং কোনও কোনও দিন ক্লাশে বসেই মদপান করেন। শুক্রবার এক ছাত্রকে অযথা মারধর করেছেন প্রধান শিক্ষক বলে অভিযোগ তুলেন।
অভিভাবকরা আরও জানান, শিক্ষকের এহেন কাণ্ড শিক্ষা বিভাগের সিআরসিকে অবগত করে কোনও লাভ হয়নি। এ বিষয়ে শিক্ষা বিভাগের উর্ধ্বতন আধিকারিক ও জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন।
এ দিন এক অভিভাবক প্রধান শিক্ষককে মাতাল অবস্থায় দেখে ভিডিও করতে গেলে ক্ষেপে যান। তিনি আবোলতাবোল বকতে শুরু করেন।